বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শেখ মোসলেম উদ্দিনের পরিবারেকে চাঁদা দিতে রাজি না হওয়ায় হত্যা ও বাড়ি ঘড়ে আগুন দেয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে,
২৮সে নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে মুঠো ফোনে এই হুমকি দেন একই এলাকার বাসিন্দা বিএনপি কর্মী খোদা মোহাম্মদ, খোজ নিয়ে জানা যায় বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কোড়ামাড়া গ্রামের বাসিন্দা শেখ মোসলেম উদ্দিন বিগত দিনে আওয়ামী রাজনৈতীর সাথে জড়িত থাকলে ও তার নামে কোনো প্রকার অভিযোগ নেই স্থানীয় বাসিন্দাদের, তার ৪ছেলে মেয়েই সরকারি চাকুরী করেন,
ইতি পূর্বে ও তার বাড়িতে একাদিকবার হামলা করে দূর্বৃত্তরা,
বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন আমি বিগত সরকারের আমলে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও মানুষের উপকার ছাড়া কারো কোনো প্রকার ক্ষতি করিনাই,আমার ৪ছেলে মেয়েই তাদের যোগ্যতানুসারে সরকারি করেন,৫ই আগস্টে সরকার পতনের পর থেকে স্থানীয় মাদক ব্যাবসায়ী ও একটি সন্ত্রাসী গুষ্টি আমার কাছে মোটা অংকে চাঁদা দাবি করে আসছে,আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে,আমার দুই ছেলে সহ আমার নামে একাদিক মিথ্যা মামলা দিয়ে ও হয়রানি করেছে,ইতি মধ্যে কয়েকটি মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় অভিযোগ থেকে আমাদের বাদ দেযা হয়,এর পর থেকে ঈর্শ্বানিত হয়ে আমাকে একেক সময় একেক জন দিয়ে চাঁদা দাবি করে আসছে,আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় স্থানীয় মাদক ব্যাবসায়ী কেরামত আলী পিতা হেকমত আলী গ্রাম ডিংসাইপাড়া থানা বাগেরহাট সদর,জেলা বাগেরহাট আরেক মাদকের ডিলার তাইজুল ইসলাম পিতা আক্কেল আলী গ্রাম যাত্রাপুর থানা সদর,বাগেরহাট কে দিয়ে ক্রমাগত হুমকি দিয়ে আসছে একটি সন্ত্রাসী গুষ্টি,
আজ ২৮সে নভেম্বর সকাল ১১টার দিকে আমার ছোট ছেলে শেখ তোফায়েল আহম্মেদ সে বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগে কর্মরত তার মুঠোফোনে একটি রবি নাম্বার থেকে ফোন করে অশ্লীল ভাষায় হুমকি দেয়।