মাহফুজুর রহমান মোর্শেদ।
আলীকদম বান্দরবান প্রতিনিধি-
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, ২৯ শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, রাত আনুমানিক নয়'টার সময়, আলীকদম এক নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড,খুইল্লা মিয়া পাড়ায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে- সেনা বাহিনী ও আলীকদম থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় আলীকদম প্রেস ক্লাবের সভাপতি জনাব মমতাজ উদ্দিন এর ছোট ভাই রুহুল আমিন এর বাসা থেকে (৩৮০০) পিচ ইয়াবা সহ, রুহুল আমিনকে আটক করা হয় এবং মমতাজ উদ্দিন ঘটনার স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে "জব্দকৃত ইয়াবা সহ,, আটককৃত ব্যক্তি, রুহুল আমিন কে আলীকদম থানা হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তিঃ রুহুল আমিনের নামে বিগত দিনেও তিনটি মামলা চলমান রয়েছে সূত্রে জানা যায়। এবং রুহুল আমিন এর পরিবারের সদস্যদের নামে, মানব, ইয়াবা, গরু পাচারের সাথে জড়িত থাকা বিষয়টি একাধিক মাধ্যমে জানা যায় এবং সাংবাদিক মমতাজ উদ্দিন একক ক্ষমতার বলে কয়েক বছর যাবত একক আধিপত্য বিস্তার করে যাচ্ছে।