1. live@www.dainikbangladeshpatrika.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dainikbangladeshpatrika.online : - :
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে,(৩৮০০) পিচ ইয়াবা উদ্ধার, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিনের বাড়ি থেকে। আলীকদম জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ, অসহায় জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২.৮৮,৩৩৫ টাকা অনুদান প্রদান। মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৯৪ লক্ষ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম মহোদয়ের শেরপুর জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ ধর্মপাশায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত আলীকদম উপজেলায় ওলামা দলের উদ্বেগে,বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। ধর্মপাশায় আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক, সেলবরষ ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে নারী পুরুষ ভোটারদের ঢল, চৌহালীতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ স্বৈরাচার শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছরে,মামলা হামলায় নির্যাতিত নিপীড়িত বান্দরবানের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পৌরসভা পর্যায়ের নির্যাতিত ৭৫০ জন বিএনপি নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন, বান্দরবান ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী জনাব সাচিং প্রু জেরী।

যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক, সিলেট।

যুক্তরাজ্যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ ওসামা এস এম খান। গতকাল মঙ্গলবার সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে। আগামী বছরের মে মাসে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান উপাচার্য বেন ক্যালভার্টের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

ওসামা খান বর্তমানে অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব সারে ও সোলেন্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নেতৃত্বে ছিলেন। উচ্চশিক্ষায় নেতৃত্ব, ডিজিটাল রূপান্তর, কারিকুলাম উদ্ভাবন ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা উন্নয়নে রয়েছে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্য।

উপাচার্য হিসেবে মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় ওসামা খান প্রথম আলোকে বলেন, ‘এটি আমার জন্য অসাধারণ গৌরবের বিষয়। বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি এবং সামাজিক-অর্থনৈতিক ইতিবাচক পরিবর্তনে তাদের ভূমিকা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে আরও সাহসী ভবিষ্যৎ গড়তে চাই।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান রিচার্ড লয়েড-ওয়েন বলেন, ‘অধ্যাপক খান মূল্যবোধনির্ভর ও দূরদৃষ্টিসম্পন্ন একজন নেতা। আমরা তাঁর নেতৃত্বে একটি নতুন, উদ্ভাবনী ও রূপান্তরমুখী অধ্যায়ের সূচনা প্রত্যাশা করি।’

ওসামা খানের পৈতৃক নিবাস বাংলাদেশের যশোর জেলায়। বাবার সেনাবাহিনীতে চাকরির সুবাদে তিনি সেনানিবাসে বড় হয়েছেন। বাংলাদেশে তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) পড়াশোনা করেন।

এরপর ২০০০ সালে ওসামা খান উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘ল্যান্ড ইকোনমি’ ডিপার্টমেন্ট থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আগে ওসামা খান মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও করপোরেট ফিন্যান্স খাতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। একাডেমিক জীবনে তিনি সরাসরি প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে পড়িয়েছেন; পরোক্ষভাবে সহায়তা করেছেন আরও অনেককে।

ওসামা খানের স্ত্রী আমিনা তাবাসসুম বলেন, ২০০২ সালে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমাদের দুই সন্তান। ছেলে এ বছর লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে বর্তমানে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসেবে কর্মরত। মেয়ে ইউনিভার্সিটি অব সারে–তে ক্রিমিনোলজি ও সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছে।

ওসামা খান বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে লন্ডনের উপকণ্ঠে সারে কাউন্টিতে বসবাস করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট